ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০৪:২১ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ১২:৩৯ পিএম

ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়ার নেতৃত্বে ভালো খেলার সুবাদে ১৮৭ থেকে ১৮৪ নম্বর স্থানে চলে এসেছে বাংলাদেশ।

র‌্যাংকিংয়ের এই সময়ে বিশ্বব্যাপী জাতীয় দলগুলোর মোট ১৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৪টি ম্যাচ খেলেছে জেমি ডের শিষ্যরা।

চার ম্যাচের দুইটিতে বাংলাদেশ ঘরের মাঠে ভুটানের বিপক্ষে জয় তুলে নেয়। আর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ঘরের মাঠে লড়াই করে হারে ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতারের বিপক্ষে। তবে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মাটিতে ড্র করে ফেরে।


এদিকে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ চার দলের অবস্থান আগের জায়গাতেই রয়েছে। বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ড এই শীর্ষ চারে অবস্থান করছে। একধাপ এগিয়ে পাঁচে উরুগুয়ে এবং একধাপ অবনতিতে ছয়ে পর্তুগাল। একইভাবে ৭ ও ৮ নম্বর স্থান অদলবদল করেছে ক্রোয়েশিয়া (৭) ও স্পেন। আর্জেন্টিনা (৯) একধাপ উন্নতি করে পিছিয়ে দিয়েছে কলম্বিয়াকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh