ইতিহাসে ২৫ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০৯:৪৩ এএম

স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, কবি ও নাট্যকার পাবলো পিকাসো।

স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, কবি ও নাট্যকার পাবলো পিকাসো।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ২৫ অক্টোবর কোথায় কী ঘটেছিল।  

ঘটনা 

১৯৮৬ সালের এই দিনে ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন করা হয়।

১৯৯৪ সালের এই দিনে ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করা হয়।  

২০০৯ সালের এই দিনে বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।   

জন্ম

১৮১১ সালের এই দিনে ফরাসি গণিতবিদ এভারেস্ট গ্যালোওয়ে জন্মগ্রহণ করেন।  

১৮৮১ সালের এই দিনে স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন। 

১৯৩৭ সালের এই দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার উইলফ ম্যাকগিনেস জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৪৫৯ সালের এই দিনে মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক খান জাহান আলী মৃত্যুবরণ করেন। 

১৯৩৪ সালের এই দিনে বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ব্রজকিশোর চক্রবর্তী মৃত্যুবরণ করেন।  

১৯৩৪ সালের এই দিনে বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায় মৃত্যুবরণ করেন। 

২০১১ সালের এই দিনে বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্র শিল্পী রশীদ তালুকদার মৃত্যুবরণ করেন।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh