পাখিপ্রেমীর দল

প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ১২:৩১ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ১২:৩৬ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় “পাখি বাঁচাও, পরিবেশ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামালের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন “অভুদ্যয়” এর সহযোগিতায় পাখির নিরাপদ আবাসন তৈরি হয়েছে। গাছের ডালে ডালে মাটির হাঁড়ি বেঁধে পাখির বাসা নির্মাণ করে দেওয়ার এই উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে।

“অভুদ্যয়” সংগঠনের সদস্যরা উপজেলার একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নে ৪০ দিনে মোট ৮ হাজার পাখির নিরাপদ আবাসন স্থাপন কার্যক্রম সম্পন্ন করেছেন। পর্যায়ক্রমে উপজেলার বাকি ৭টি ইউনিয়নেও এ কার্যক্রম পরিচালনা করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh