ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০৩:০৭ পিএম

ভূমিকম্পে আতঙ্কিত এক নারী। ছবি: এপি

ভূমিকম্পে আতঙ্কিত এক নারী। ছবি: এপি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৬। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। 

মিন্দানাওয়ের মধ্যাঞ্চলে আজ মঙ্গলবারের এ ভূমিকম্পে ওই এলাকার ভবনগুলো কেঁপে উঠে ও আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি, দপ্তর ও স্কুল ছেড়ে রাস্তায় বের হয়ে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। প্রকৃতপক্ষে রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.৮।

এতে সুনামির কোনো হুমকি নেই।

ফিলিপিন্স ইনিস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে কোটাবাটোর টুলুনান থেকে ২৬ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর স্কুলগুলোতে ছুটি দিয়ে দেয়া হয়। এএফপি ও রয়টার্স

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh