এক বছর খেলতে পারবেন না সাকিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০৭:৫৪ পিএম

সাকিব আল হাসান।

সাকিব আল হাসান।

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার খবর না জানানোর কারণে সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

তবে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চাওয়ায় তার শাস্তি এক বছর স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

এই সময়ের মধ্যে সাকিব যদি কোনো অপরাধে না জড়ায় তাহলেই বাকি এক বছরের শাস্তি থেকে তিনি রেহাই পাবেন।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২০ সালের ২৯ অক্টোবরে মাঠে ফিরতে পারবেন সাকিব। তার আগে জাতীয় এবং ঘরোয়া সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh