মোবাইলের আসক্তি কমাতে ‘কাগুজে ফোন’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ০৩:৪৫ পিএম

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

স্মার্টফোন ব্যবহার এখন আসক্তিতে পরিণত হয়েছে। স্মার্টফোনের আসক্তি কমাতে গুগল তৈরি করছে কাগজের টুকরার মতো ‘কাগুজে ফোন’। 

‘ডিজিটাল ডেটক্স’ বা ডিজিটাল দুনিয়ার বিষমুক্তির উপায় নিয়ে গবেষণার অংশ হিসেবে ‘কাগুজে ফোন’ তৈরি করছে প্রতিষ্ঠানটি।

গুগলের দাবি, তাদের এই পেপার ফোন ডিজিটাল আসক্তি কমিয়ে অন্য কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়াবে। 

আইএএনএসের প্রতিবেদনে জানানো হয়, গুগলের ‘ডিজিটাল ওয়েলবিয়িং এক্সপেরিমেন্টেস’ প্রকল্পের ফসল এই ‘ফোন’। পেপার ফোন বা কাগুজে ফোনে কনট্যাক্ট লিস্ট থেকে নোটবুক, ওয়েদার চ্যানেল থেকে ম্যাপ, ফটো থেকে ক্যালেন্ডার রিমাইন্ডার—সব তথ্যই রাখা যাবে। এই সব তথ্য বন্দী থাকবে একটা মাত্র কাগজের টুকরাতে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh