অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ১০:২৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯, ১১:১৪ এএম

চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা ১৬৪ কোটি ৯৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে এ বছরের মে মাসে রোজার ঈদকে কেন্দ্র করে ১৭৪ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রবিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, আগের মাস সেপ্টেম্বরে ১৪৬ কোটি ৮৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এবার অক্টোবরে রেমিট্যান্সের পরিমাণ গত বছরের অক্টোবরের চেয়ে ৩২ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। এ নিয়ে ২০১৯-২০ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৬ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

দুই শতাংশ হারে প্রণোদনা, জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বলেন, ‘রেমিট্যান্সে প্রণোদনা দিয়ে সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠাচ্ছেন।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh