যদি ওই চেয়ারটি পেতাম

শুভ আহমেদ

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৩:২৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যদি ওই চেয়ারটি আমি পেতাম-

তাহলে আলাদীনের আশ্চর্য প্রদীপের মতো

বদলে দিতাম অনেক কিছুই- এমন দোতলা 

ভবন ও উঁচু উঁচু ধাপের সিঁড়িগুলো;


ভন্ডের দল, ভ্রষ্ট নীতিকারী, গর্দভ তোষামোদকারীর পাল-

এই রাষ্ট্রে নষ্টদের পোস্টার করে সেঁটে দিতাম, 

প্রতিটি দেয়ালে; ওই মিথ্যুকের মতো কখনোই বলতাম না,

প্রতিবন্ধী ছেলেটিকে আর মেধাবী যুবকটিকে-

আমি আপনার জন্য কিছু করতে চাই।


অথচ,আমি সেটাই করতাম, যেটা আপনি চেয়েছিলেন

এবং এটাই আপনার ভীষণ প্রয়োজন ছিল, হতভাগ্য আশাবাদী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh