জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ফল প্রকাশ

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৫:৪১ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ০৫:৪২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

ফলাফল আজ মঙ্গলবার বিকেল ৫টার পর যে কোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে NUMF Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bdwww.nubd.info থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।এ বিষয়ে ১৫৭টি কলেজ থেকে একলাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৫ হাজার ৪৫৫ জন। পাশের হার ৭৬.০৫ ভাগ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh