ঠোঁটে আনুন গোলাপি আভা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ১০:৩৫ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯, ০৪:৪৪ পিএম

ছবি: পার্শইন্ডিয়া ডট কম

ছবি: পার্শইন্ডিয়া ডট কম

ঠোঁটের যত্ন নিতে আমন্ড তেলের জুড়ি নেই। দিনে দু-তিনবার একফোঁটা করে আমন্ড তেল ঠোঁটে ম্যাসাজ করলে দারুণ ফল পাওয়া যায়। যাদের ঠোঁট কালো হয়ে গেছে, তারা গোলাপি আভা ফিরিয়ে আনতে পারেন এর ব্যবহারে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ঠোঁটের বিভিন্ন যত্নআত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 

জানুন ঠোঁটে কীভাবে গোলাপি আভা ফিরিয়ে আনবেন তা সম্পর্কে:

উপাদান

৫০ গ্রাম মধু 

২০ গ্রাম বা ৪ চা-চামচ চিনি

৫ মিলি গোলাপ জল

৫ মিলি ভ্যানিলা এসেন্স

যেভাবে বানাবেন

সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ঠোঁটের মৃতকোষ তুলতে স্ক্রাবার হিসেবে প্রতিদিন একবার ব্যবহার করতে পারেন। 

কারণ মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে প্রাকৃতিক ভাবেই। চিনি মরাকোষ সরিয়ে ঠোঁটকে করে নরম, মোলায়েম। আর এই দুই উপকরণ একসঙ্গে হলে ঠোঁট হবে গোলাপি ও আকর্ষণীয়। 

ঠোঁট ফাটা দূর 

যাদের সারাবছর ঠোঁট ফাটে তারা কয়েকদিন ঠোঁটে গলামাখন ব্যবহার করতে পারেন। রোজ রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো উপকার পাবেন। মাখনের পরিবর্তে মধু ব্যবহারেও ঠোঁট ফাটা দূর হয়। 

ঠোঁটের কিনারা কালচে হলে

ঠোঁট কালচে না হলেও অনেকেরই ঠোঁটের বর্ডারলাইন বা কিনারা কালচে হয়। এই সমস্যা কমাতে সবার আগে ঠোঁট কামড়ানো বা জিভ বোলানোর অভ্যেস কমান। এরপর একটি পাত্রে ঠান্ডা দুধের সর নিয়ে ভালো করে ফেটিয়ে সেটা ঠোঁটে লাগান। দিনে ৩-৪ বার করলে এক সপ্তাহে কালচে ভাব দূর হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh