ভারতে বায়ু দূষণের দায়ে ৮৪ কৃষক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৯:৩৪ এএম

ভারতের পাঞ্জাব প্রদেশে খড় পুড়িয়ে বায়ু দূষণের দায়ে অন্তত ৮৪ জন কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে গত বুধবার (৪ নভেম্বর) পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে খড় পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করায় গত বৃহস্পতিবার পাঞ্জাবে অন্তত ৮৪ জন কৃষককে গ্রেপ্তার করা হয়।

পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা জানান, খড় পোড়ানোর অভিযোগে পাঞ্জাবের ১৭৪ জন কৃষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩ দিনে ১৭ হাজারেরও বেশি ক্ষেতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

প্রতি বছর শীতকালে দিল্লিতে বায়ু দূষণের অন্যতম কারণ হলো কৃষকদের খড় পোড়ানো। বছরে ১৮ মিলিয়ন টন চাল উৎপন্ন হয় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে। ফসল তোলার পর খড় নিয়ে বিপাকে পড়া কৃষক তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। ফলে ধোঁয়ায় দিল্লিসহ আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে বায়ু দূষণ হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh