কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১১:০৩ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ১১:০৪ এএম

 ‘চন্দ্রাবতী কথা’  ও ‘আলফা’ সিনেমার পোস্টার।

‘চন্দ্রাবতী কথা’ ও ‘আলফা’ সিনেমার পোস্টার।

২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। এবারের উৎসবে বাংলাদশের দুই সিনেমা ‘চন্দ্রাবতী কথা’ ও ‘আলফা’ দেখানো হবে। 

শুক্রবার বিকালে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বলিউড অভিনেতা শাহরুখ খান। আরো উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিনেত্রী রাখী গুলজার।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন একঝাঁক সেলেব্রিটি। উৎসব কমিটির চেয়ারম্যান ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী থেকে শুরু করে পরিচালক মহেশ ভাট, গৌতম ঘোষ, সন্দীপ রায়, অভিনেতা রঞ্জিত মল্লিক, অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রিয়াঙ্কা সরকার, শুভশ্রী, অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অভিনেতা দীপক অধিকারী (দেব), অরিন্দম শীল, অঙ্কুশ হাজরা, সোহম, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়সহ বলিউড ও টালিউডের একঝাঁক তারকা এবং রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত ছিলেন।  

এই উৎসব প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘এত বড় চলচ্চিত্র উৎসব আর কোথাও হয় না। আমাদের আন্তরিকতা যা আছে, এই আন্তরিকতার জবাব রুপি দিয়ে হয় না। আমরা সবাইকে নিয়ে এই উৎসব করতে চাই। আমাদের আন্তরিকতা আছে বলেই শাহরুখকে বারবার ডাকা হয়, তিনিও আসেন। অমিতাভ বচ্চন, মহেশ ভাট সকলেই আসেন।’

এ বছর চলচ্চিত্র উৎসবের ‘সিলভার জুবিলী’ তথা ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি ছবি দেখানো হবে। এক সপ্তাহ ব্যাপী এই উৎসবে ৭৬ টি দেশের ৩৬৬ টি ছবি (পূর্ণ দৈঘ্য, স্বল্প দৈর্ঘ্য ও ডকুমেন্টারি) দেখানো হবে। 

উল্লেখ্য, উৎসবে প্রদর্শনের জন্য মনোয়নপ্রাপ্ত ‘চন্দ্রাবতী কথা’ সিনেমার পরিচালক এন. রাশেদ চৌধুরী এবং ‘আলফা’ সিনেমার পরিচালক নাসির উদ্দীন ইউসুফ।  


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh