রাষ্ট্রীয় মর্যাদায় বাদলের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১১:১০ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ০৪:৩৬ পিএম

মইন উদ্দিন খান বাদল।

মইন উদ্দিন খান বাদল।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দিন খান বাদলের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

শনিবার (৯ নভেম্বর) বেলা ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের টানেলে মুক্তিযোদ্ধা বাদলের প্রথম জানাজা সম্পন্ন হয়। সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য জানাজা ও রাষ্ট্রীয় সম্মান প্রদান সংসদ টানেলেই সম্পন্ন হয়।

পরে মুক্তিযোদ্ধা বাদলকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। ওই সময় উপস্থিত থেকে মইন উদ্দিন খান বাদলের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ চট্টগ্রামে নেয়া হবে।

আজ শনিবার বাদ আসর চট্টগ্রামের দারুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা হওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার রাতে তার মরদেহবাহী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ভারতের বেঙ্গালুরুর নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান বাংলাদেশ জাসদের নেতা বাদল।

দুই বছর আগে স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন বাংলাদেশ জাসদের কার্যকরী পরিষদের সভাপতি বাদল। ৬৭ বছর বছর বয়সী এই রাজনীতিবিদ হৃদযন্ত্রের জটিলতায়ও ভুগছিলেন।

চট্টগ্রামের বোয়ালখালীতে জানাজা শেষে বাদলের গ্রামের বাড়িতে তার বাবা-মায়ের কবরের পাশে বাদলকে দাফন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh