প্রতি সেকেন্ডে একটি অ্যাপল ওয়াচ বিক্রি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১২:৫৬ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ১২:৫৭ পিএম

ছবি: আইরিশ টাইমস

ছবি: আইরিশ টাইমস

স্মার্টওয়াচের বাজারে অ্যাপল ওয়াচ বরাবরই ভালো অবস্থানে রয়েছে। এর অবস্থান অন্য কেউ নিতে পারার কোনো সম্ভাবনাও নেই। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস তাদের গবেষণায় এমন তথ্য প্রকাশ করে।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের ভাষ্যমতে, স্মার্টওয়াচের বাজারে শীর্ষস্থান অধিকারী অ্যাপল বেশ ভালোভাবেই এই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।  

বর্তমানে অ্যাপল বৈশ্বিক স্মার্টওয়াচ বাজার শেয়ারের ৪৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এই প্রতিষ্ঠানটি গত ৩ মাসে ৬৮ লাখ স্মার্টওয়াচ সরবরাহ করেছে যা ২০১৮ সালের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ বেশি। 

এ বিষয়ে স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের নির্বাহী পরিচালক নেইল মস্টন বলেন, বিশ্বজুড়ে স্মার্টওয়াচের বাজারের অর্ধেকই অ্যাপল নিয়ন্ত্রণ করছে। এমন কোনো কোম্পানি এখনও তাদের প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি যারা অ্যাপলকে পেছনে ফেলতে পারবে। বর্তমানে অ্যাপল বৈশ্বিক স্মার্টওয়াচ বাজার শেয়ারে ৪৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪৮ শতাংশ হয়েছে এবং প্রতি সেকেন্ডে ১টি করে করে অ্যাপল ওয়াচ বিক্রি হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh