১৫ ঘণ্টা পর শাহ আমানতে বিমান চলাচল শুরু

প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ১১:৩৮ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ০২:৫৭ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

আজ রবিবার সকাল ৭টার পর থেকে বিমানবন্দরটি চালু হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে গতকাল শনিবার বিকাল ৪টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রামের জন্য ৯ নম্বর বিপদ সংকেত জারির পরপর ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিই।’ 

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি সুন্দরবন এলাকায় আঘাত হানার পর বর্তমানে আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তাই পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। সকাল ৭টায় একটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh