ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকারের নতুন সময়সূচি

প্রতিনিধি, ঢাবি

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ১২:৫০ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ০২:৫৪ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকারের নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

আগামীকাল সোমবার (১১ নভেম্বর) থেকে ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার শুরু হওয়ার কথা ছিল। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ কথা জানানো হয়েছে।

কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে।

১৭ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে।

১৮ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে এবং আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে।

উল্লিখিত ভর্তির সাক্ষাৎকার কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত ও নৃত্যকলা বিষয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তিতে জানানো হবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh