ঘূর্ণিঝড় ‘বুলবুল’: সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত ২৭ হাজার হেক্টর জমি

প্রতিনিধি, সাতক্ষীরা

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০১:১১ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ০১:১৫ পিএম

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে লণ্ডভণ্ড সাতক্ষীরা।ছবিঃ সাম্প্রতিক দেশকাল

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে লণ্ডভণ্ড সাতক্ষীরা।ছবিঃ সাম্প্রতিক দেশকাল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাতে সাতক্ষীরায় উপকূল এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর এবং ফসলি জমি।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস জানান, এখন পর্যন্ত সাতক্ষীরা জেলায় ২৫ হাজার হেক্টর আমন ধান, ১২শ' হেক্টর সবজি, ৫০০ হেক্টর সরিষা, ২০০ হেক্টর কুল ও ১২০ হেক্টর জমি নষ্ট হয়েছে।

এছাড়া সাতক্ষীরার উপকলবর্তী শ্যামনগর উপজলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগায়ালীনি, মুন্সিগঞ্জ, রমজাননগর ও কাশিমাড়িসহ আশাশুনি উপজলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা এলাকার অধিকাংশ কাঁচা ঘর নষ্ট হয় গছ। রাস্তায় গাছ পড়ে থাকায় উদ্ধার কাজে অংশগ্রহণ করত পারছেন না সংশ্লিষ্টরা।

এদিকে সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ড়ের পশ্চাৎভাগ সাতক্ষীরা অতিক্রম করছে। বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সাতক্ষীরা উপকূল অতিক্রম করবে। এখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫ কিলামিটার। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh