রাঙ্গাকে ক্ষমা চাইতে বললেন শহীদ নূর হোসেনের মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ০৯:২২ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০১৯, ০৮:৪৯ এএম

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে 'ইয়াবাখোর, ফেন্সিডিলখোর' বলায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপির সংসদ থেকে পদত্যাগের দাবি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শহীদ নুর হোসেনের মা। একইসঙ্গে তিনি তাকে জাতির কাছে ক্ষমা চাইতেও আহ্বান জানিয়েছেন। 

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে শহীদ নূর হোসেনের পরিবার। 

নূর হোসেনের মামা কালা চান বলেন, নূর হোসেন গণতন্ত্রের প্রতীক। রাঙ্গা তাকে যে কথা বলেছেন জনগণ তার বিচার করবে। এমন মন্তব্য করার পর তার আর সংসদ সদস্য থাকার যোগ্যতা নেই। আমরা তার পদত্যাগ চাই।

অবস্থান কর্মসূচিতে নূর হোসনের মা মরিয়ম বিবি, তিন ভাই আলী হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, বোন সাহানা বেগম, তাদের সন্তানেরাসহ অনেকে অংশ নেন৷

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh