সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ১১:১৩ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ১১:২৫ পিএম

রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজেদের অবস্থান থেকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে নজর দিতে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আজ সোমবার ট্রাস্টিদের ১০ সদস্যের এক প্রতিনিধিদল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতি বলেন, ‘কোনো ধর্মই জঙ্গি কার্যক্রম, সন্ত্রাস ও ধর্মান্ধতা সমর্থন করে না। তাই আপনাদের (ট্রাস্টি) নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে নজর দিতে হবে।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করে আবদুল হামিদ বলেন, ‘এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস এবং নিজেদের ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh