গৃহঋণ নেয়া যাবে দুই কোটি টাকা পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১০:৪৪ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ১১:৪৫ এএম

এখন থেকে একজন গ্রাহক বাড়ি নির্মাণের জন্য সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ‌্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ নিতে পারবেন। তবে বাড়ি নির্মাণের ক্ষেত্রে মোট খরচের ৭০ শতাংশ সরবরাহ করবে ব্যাংক। বাকি টাকা সংগ্রহ করতে হবে গ্রাহককেই। এর আগে গৃহনির্মাণে সর্বোচ্চ এককোটি ২০ লাখ টাকা নিতে পারতেন একজন গ্রাহক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh