ইডেন টেস্টের চারদিনের টিকিট শেষ: সৌরভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০২:৩৯ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ০৫:২৪ পিএম

সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি

সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি

কলকাতার ইডেন গার্ডেনসে গোলাপি বলে দিনরাতের ঐতিহাসিক টেস্টে কাউন্টার থেকে দর্শকদের টিকিট না পাওয়ার সম্ভাবনা ক্রমে বাড়ছে।

২২ নভেম্বরের এই ঐতিহাসিক টেস্ট নিয়ে ইতোমধ্যেই সেজে উঠেছে ইডেন।

মুম্বাই থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি গতকাল মঙ্গলবার জানিয়েছেন, প্রথম চারদিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ইডেনে ভারত বনাম বাংলাদেশের প্রথম চারদিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের এই আগ্রহ দেখে দারুণ আনন্দ হচ্ছে।

সৌরভের এই মন্তব্যের আগেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইনে টিকিট বিক্রি হওয়ার পরে যে সামান্য টিকিট উদ্বৃত্ত থাকবে, তা কাউন্টারে তারা পাঠাতে চান না দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই। না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

ইন্দোর থেকে মঙ্গলবারই কলকাতায় এসেছেন ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দলের আগে সকালে মুম্বাই থেকে কলকাতা আসেন ভারত অধিনায়ক বিরাট কোহালি ও আজিঙ্ক রাহানে। তবে হোটেলেই ছিলেন তারা।

এদিন বিকেলে বিশাল পুলিশবাহিনী ইডেন পরিদর্শন করে যান, সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও।

ইডেন প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সে ম্যাচে গোলাপি বলে খেলবে বাংলাদেশ। -আনন্দবাজার পত্রিকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh