পাকিস্তান থেকে এলো পেঁয়াজের প্রথম চালান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০৮:৩৬ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ১১:০৭ এএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

পাকিস্তান থেকে ৮২ টন পেঁয়াজের প্রথম চালানের কার্গো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চালানটি পৌঁছালে দ্রুত খালাসের কাজ শুরু করে কাস্টমসসহ অন্য সংস্থাগুলো।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, সিল্কওয়ে এয়ারলাইনসের ফ্লাইটে ৮২ টন পেঁয়াজ এসেছে। এই পেঁয়াজ আমদানি করছে সাদ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। পেঁয়াজ দ্রুত খালাসে কাস্টমস হাউস প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান তিনি।

এদিকে আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ জনস্বার্থে মওকুফ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ দিতে হয়। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেছেন, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনস্বার্থে যতদিন আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানিতে সম্পৃক্ত সব ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh