এশিয়ান আর্চারির বাছাইপর্বে ১৪তম রোমান সানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ০৯:৫০ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৩:৫৮ পিএম

রোমান সানা। ছবি: বাসস

রোমান সানা। ছবি: বাসস

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষদের রিকার্ভে ১৪তম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা।

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এই ২১তম আর্চারি চ্যাম্পিয়নশিপের এই রাউন্ড গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে।

একই ইভেন্টে যথাক্রমে ৬৫১, ৬২৬ ও ৬২১ পয়েন্ট নিয়ে ২৩, ৫০ ও ৫৫ তম স্থান লাভ করেছেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ তামিমুল ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মোহাম্মদ সাকিব মোল্লা। 

এলিমিনেশন রাউন্ডের নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছেন রোমান সানা, তামিমুল ইসলাম ও সাকিব মোল্লা।

রিকার্ভ মহিলা বিভাগে বাংলাদেশের মেহনাজ আক্তার মনিরা ৬৩৬ স্কোর করে ২০তম, নাসরিন আক্তার ৬১৪ স্কোর করে ৪৪তম, ইতি খাতুন ৬০৮ স্কোর করে ৫২তম ও বিউটি রায় ৫৯০ স্কোর করে ৬০তম স্থান লাভ করেছেন।

এলিমিনেশন রাউন্ডের নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছেন বিউটি রায়, ইতি খাতুন ও মেহনাজ আক্তার মনিরা।

পুরুষদের কম্পাউন্ড বিভাগে বাংলাদেশের অসীম কুমার দাস ৬৯০ স্কোর করে ২৩তম, মোহাম্মদ আশিকুজ্জামান ৬৮৩ স্কোরে করে ২৬তম, মোহাম্মদ সোহেল রানা ৬৭৯ স্কোর করে ৩০তম ও মোহামম্দ সিয়াম সিদ্দিক ৬৭৪ স্কোর করে ৩৫তম স্থান লাভ করেছেন।

এলিমিনেশন রাউন্ডের নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে প্রি কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছেন অসীম কুমার দাস ও সোহেল রানা। তবে ওই ইভেন্টে হেরে গেছেন বাংলাদেশের আরেক তীরন্দাজ আশিকুজ্জামান। -বাসস

আরো পড়ুন:

সোনাজয়ী রোমানকে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh