ইউনেস্কো নির্বাহী পরিষদে সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:২৪ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ০৫:৩০ পিএম

ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। 

শুক্রবার (৩০ নভেম্বর) ইউনেস্কোর নির্বাহী পরিষদের ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্যে থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে ইউনেস্কো নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কোর নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য।

ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয় বলে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্য গ্রুপ থেকে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া ও মিশর সহ-সভাপতি নির্বাচিত হয়। ২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন নিরক্ষীয় গিনির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আগাপিতো মুকো।

বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে আগামী ২ বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh