অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী সীমান্তে রাত জেগে গ্রামবাসীর পাহারা

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১১:১১ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৪ পিএম

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সঙ্গে রাজশাহীর চরখানপুর সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসী। 

চরখানপুর গ্রামের প্রায় আড়াই’শ বাসিন্দা রাত জেগে গত ২৮ নভেম্বর থেকে পালাক্রমে সীমান্ত পাহারা দেয়ার কাজ করছেন।

গ্রামটির বাসিন্দারা জানান, গত ২৮ নভেম্বর বিজিবি ব্যাটালিয়ন-১’এর আওতাধীন চরখানপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিজিবি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গ্রামবাসীর সহযোগিতা চায়।

ওই বৈঠকে গ্রামবাসীসহ উপস্থিত ছিলেন সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার নজরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের দুইজন সদস্য। 

চরখানপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার নজরুল ইসলাম বলেন, গত ২৭ নভেম্বর তারা জানতে পারেন ভারত থেকে ওই সীমান্তপথে অনুপ্রবেশ ঘটতে পারে। এজন্য পরের দিনই তিনি গ্রামের ইউপি সদস্য এরশাদুল হক ও কোহিনুর বেগমকে ডেকে বৈঠক করার সিদ্ধান্ত নেন। বৈঠকে সিদ্ধান্ত হয় গ্রামের বাসিন্দারা সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পালা করে পাহারায় থাকবেন। উৎসাহ দিতে অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিন চরখানপুরে গিয়ে দেখা যায়, টর্চলাইট ও লাঠি হাতে নিয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামের বাসিন্দারা। সীমান্তের ১৬৩-১ এস পিলারের পাশে দায়িত্বে ছিলেন স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হকসহ ১০ জন। তাদের সঙ্গে বিজিবির সদস্যরাও ছিলেন। 

গ্রামটির পশ্চিম পাশে বড় একটি মাঠের পুরো অংশই ভারতীয় সীমানার মধ্যে পড়েছে। মাঠের ধার দিয়ে বাংলাদেশের সীমান্তরেখা। এই সীমান্তরেখা বরাবর দাঁড়িয়ে থেকে তারা অনবরত টর্চলাইট দিয়ে আলো ফেলছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh