বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:১৫ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:১২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএলের’ টিকিট বিক্রি শুরু হয়েছে।‌ প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে অনলাইনসহ ৮টি জায়গায় এ টিকিট পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর, দ্য ওয়েস্টিন, ফাহিম মিউজিক ও ক্যাফে ইডেন। 

এছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাবে সহজ ডটকম, পে-পয়েন্ট ডটকম ডটবিডি ও গ্যাজেট বাংলা ডটকমে। 

আগামী ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে শুরু হবে এ উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এই আয়োজন চলবে রাত ১০টা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। আগামী ১১ ডিসেম্বর বিপিএলের মূল পর্ব শুরু হবে।

এবার বিপিএলে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় ২৮টি,  চট্টগ্রামে ১২টি এবং সিলেটে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh