চালের বাজার নিয়ন্ত্রণের দরকার নেই: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:১১ পিএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:১৩ পিএম

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘কৃষকের বাজার’ উদ্বোধন করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘কৃষকের বাজার’ উদ্বোধন করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

চালের বর্তমান দামই ঠিক আছে। তাই চালের বাজার নিয়ন্ত্রণের কোনো দরকার নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘কৃষকের বাজার’ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী একথা জানান।

মৌসুমের আগেই অপরিণত পেঁয়াজ তোলায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সরকারি হিসাবে, দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে ৭৫ শতাংশ চাহিদা পূরণ হয়। বাকি ২৫ শতাংশ পেঁয়াজ আসে ভারত থেকে। অথচ গেল ২৯ সেপ্টেম্বর হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় প্রতিবেশী দেশটি। অন্যান্য বছর এ সময় প্রতিমাসে ভারত থেকে প্রায় একলাখ টন পেঁয়াজ আসত। কিন্তু রপ্তানি বন্ধ হওয়ায় বর্তমানে মিয়ানমার, মিশর, তুরস্ক, পাকিস্তান থেকে সবমিলিয়ে প্রায় ২৫ হাজার টন পেঁয়াজ আসছে। ফলে খুচরা পর্যায়ে প্রতিকেজি পেঁয়াজের দাম উঠেছে ২৬০ টাকা পর্যন্ত।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের পাশাপাশি আমন মৌসুম চলাকালীন অস্থির হয়ে ওঠে চালের বাজার। ঘাটতির অজুহাতে চিকন চালের দাম প্রতিকেজিতে ৫-৭ টাকা বাড়ায় মিল মালিকরা।

চালের দাম বাড়লে কৃষকরাও লাভবান হবে-এমন যুক্তি দেখিয়ে এ মুহূর্তে চালের বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখছেন না কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, চালের বাজার নিয়ন্ত্রণ করার কোনো দরকার নেই। বাংলাদেশে যথেষ্ঠ পরিমাণ চাল রয়েছে। বাংলাদেশে চাল নিয়ে কোনো উদ্বেগই থাকতে পারে না। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh