নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গাইবে নকশীকাঁথা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৩ পিএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৫ পিএম

নকশীকাঁথা ব্যান্ড।

নকশীকাঁথা ব্যান্ড।

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গান গাইবে নকশীকাঁথা ব্যান্ড। সোমবার  (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। 

অনুষ্ঠানে নারীর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে নিজেদের লেখা একটি পুথিসহ গান পরিবেশন করবেন নকশীকাঁথার সদস্যরা। নকশীকাঁথার গান ছাড়াও থাকছে বটতলা থিয়েটারের একটি নাটিকা এবং কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব ও তার দলের একটি পরিবেশনা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মহিলা অধিদপ্তরের মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন এবং বিশিষ্ট নাট্যকর্মী গোলাম ফরিদা ছন্দা।  

নকশীকাঁথার জন্ম ২০০৭ সালে। সেই থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা সাধকদের গান সংগ্রহ ও তাদের সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করে চলছে ব্যান্ডটি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh