দৈনিক সংগ্রাম অফিস ভাঙচুর, ফটকে তালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৭:০১ পিএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০ পিএম

দৈনিক সংগ্রাম অফিস ভাঙচুর। ছবি: সাম্প্রতিক দেশকাল

দৈনিক সংগ্রাম অফিস ভাঙচুর। ছবি: সাম্প্রতিক দেশকাল

যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক সংগ্রাম অফিস ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।  এরপর পত্রিকা অফিসের গেটে তালা লাগিয়ে দেন তারা।   

শুক্রবার (১৩  ডিসেম্বর) দুপুর থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে সংগ্রাম অফিস ঘেরাও করে আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। ভাঙচুরের পর অফিসের গেটে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। এসময় তারা কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে দিয়ে প্রতিবাদ করে। 

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলার মাধ্যমে তারা দেশের শহীদদের অবমাননা করেছে। দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। আমরা চাই সরকারিভাবে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হোক। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh