‘ন ডরাই’ চলছে ১৮ প্রেক্ষাগৃহে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ এএম

বাংলাদেশে সার্ফিং নিয়ে প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’ গত ২৯ নভেম্বর ৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এখন এটি ১৮টি প্রেক্ষাগৃহে চলছে। 

মুক্তির পর থেকে ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ঘটনা গড়িয়েছে আদালতের চৌকাঠ পর্যন্ত। তবু থেমে নেই। হচ্ছে উন্নতি।

নির্মাতা তানিম রহমান অংশু বিষয়টিকে বিজয় হিসেবে দেখছেন।

কক্সবাজার সমুদ্রে সার্ফিং বোর্ডে ভেসে বেড়ানো এক নারীর জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত এই চলচ্চিত্রটি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল ও শরিফুল রাজ।

প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ২০ ডিসেম্বর থেকে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে ছবিটি চলার বিষয় চূড়ান্ত হয়েছে।

এছাড়া ঢাকার বাইরে ছবিটি দেখা যাবে সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, আলমাস, সিনেমা প্যালেস, পটিয়ার ছন্দ সিনেমা, কক্সবাজারের বিজিবি অডিটোরিয়াম, সিলেটের নন্দিতা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার লিবার্টি, বরিশালের অভিরুচি, বগুড়ার মম ইন, টাঙ্গাইলের মালঞ্চ, মানিকগঞ্জের নবীন সিনেমা হলে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh