উপদেষ্টা পদে বহাল জয়নাল হাজারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:০৯ পিএম

জয়নাল হাজারী। ফাইল ছবি

জয়নাল হাজারী। ফাইল ছবি

আওয়ামী লীগের নতুন কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য পদে বহাল রয়েছেন ফেনীর জয়নাল হাজারী। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নেতৃত্বাধীন কমিটি গঠনের পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্যদের নাম ঘোষণা করা হয়।

৫১ সদস্যের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের ৪০ সদস্যের নাম ঘোষণা করা হয়। এতে ফেনীর জয়নাল হাজারীর নামও রয়েছে।

এর আগে চলতি বছরের অক্টোবর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে সদস্যপদ পান জয়নাল হাজারী।

১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জয়নাল হাজারী। ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

২০০৪ সালে বহিস্কারের পর দীর্ঘ দেড় দশক পর চলতি বছর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে সদস্য পদে পেয়ে রাজনীতিতে ফেরেন জয়নাল হাজারী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh