বিএপিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৩ পিএম

শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর শীর্ষ সংগঠন, বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২০তম বার্ষিক সাধারণ সভা ২২ ডিসেম্বর (রবিবার) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। 

নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আনিস এ. খান, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা, ন্যাশনাল পলিমার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হুসাইন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোং লিমিটেডের চেয়ারম্যান রুহুল আমিন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফারজানাহ চৌধুরী, ইনটেক লিমিটেডের চেয়ারম্যান এটিএম মাহবুবুল আলম, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ইমাম শাহীন, সামিট পাওয়ার লিমিটেডের পরিচালক মো. ফায়সাল করিম খান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এফসিএস, এসভিপি এবং কোম্পানী সচিব অলি কামাল ও বিএপিএলসির সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন লিস্টেড কোম্পানির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh