ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৬ এএম

ফরিদপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ভুট্টো মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন আরো ১০ জন। 

সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের দশহাজার গ্রামে গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভুট্টো ওই গ্রামের আহজার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দশ হাজার গ্রামের বাসিন্দা ওহাব ফকির ও সোহরাব মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় ওই গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধারাল অস্ত্রের আঘাতে ভুট্টোসহ ১১ জন আহত হন। 

পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভুট্টোকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াৎ মোস্তফা বলেন, হাসপাতালে আনার আগেই ভুট্টোর মৃত্যু হয়েছিল। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন বলেন, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh