শুভ জন্মদিন ইলিয়াস কাঞ্চন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:১১ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০২:১২ পিএম

ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন।

বাংলাদেশের বৃহৎ সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ‘সড়ক যোদ্ধা’ ইলিয়াস কাঞ্চনের ৬৩তম জন্মদিন আজ। ১৯৫৬ সালের এই দিনে তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

একসময় ঢাকাই সিনেমার বাদশা ছিলেন তিনি। এখনো সব কালের সেরা ছবি হয়ে আছে তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’। ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কারও অর্জন করেন।

সিনেমায় তিনি কখনো ছিলেন রোমান্টিক, অ্যাকশনধর্মী, কমেডিয়ান আবার কখনো ছিলেন পরিবারের সুবোধ বালক। 

তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তুলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh