রাত ৯ টায় ‘যে জীবন জীবনের’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:০৩ পিএম

নাটকের এক দৃশ্যে নাঈম ও নাদিয়া নদী।

নাটকের এক দৃশ্যে নাঈম ও নাদিয়া নদী।

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে জয়ন্ত রোজারিও নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘যে জীবন জীবনের’। নাটকটি দেশ টিভিতে প্রচারিত হবে আজ রাত ৯ টায়। 

নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী।বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, এফ এস নাঈম, নাদিয়া নদী, অ্যান্থনি প্রমুখ।

সম্প্রতি কলাকুপা বান্দুরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।


নির্মাতা জয়ন্ত রোজারিও বলেন, ‘যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নাটকটি নির্মাণ করেছি। তাঁর জীবনের দর্শন ও মানবতা এ নাটকের মুল ফোকাস পয়েন্ট। বড়দিন উপলক্ষে হলেও এ নাটকটি সকল ধর্মের মানুষেরই গল্প। জীবনের গল্প।’

নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘প্রতিটা জীবনই আসলে জীবনের জন্যই। জীবিত মানুষের জন্য আমাদের অনেক কিছু করার আছে। যার যেটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়েই মানুষের জন্য কাজ করতে পারে। এর জন্য প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি। এই গল্পে সেটাই বলতে চেয়েছি।’

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সারা বিশ্বে বিশেষ আয়োজন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বাংলাদেশেও দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। দেশীয় টিভি চ্যানেলগুলোতে এ উপলক্ষে প্রচার করা হয় বিশেষ নাটক ও অনুষ্ঠান। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh