প্লে-অফ নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৭:৩১ পিএম

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের দল। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মেহেদী হাসান রানা।

অবশ্যই শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ১৪ রানে ফেরে তিন টপ অর্ডার। অন্যদিকে বিপিএল অভিষেকে হতাশ করেছেন হাশিম আমলা, করেন ৮ রান। মুশফিক ফেরেন ২৯ রানে। এরপর রাইলি রুশোর ৪৮ রানে মাঝারি সংগ্রহ পায় খুলনা।

১২২ রানের টার্গেট সহজ করে দেন চট্টগ্রামের দুই ওপেনার। লেন্ডল সিমন্স ৩৬ রান ও জুনাইদ সিদ্দিকি ৩৮ করেন। এরপর ইমরুলের অপরাজিত ৩০ রানে সহজ জয় পায় চট্টগ্রাম।

এদিকে, সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী রয়্যালসের প্রতিপক্ষ টেবিলের তলানির দল সিলেট থান্ডার। এ ম্যাচে সিলেটকে হারিয়ে প্লে অফের পথে এগিয়ে যাওয়ার সুযোগ রাজশাহীর। ঘরের মাঠে প্রথম ম্যাচে হতাশ করেছে সিলেট। বাকি দুই ম্যাচ জিতে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে মরিয়া থান্ডাররা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh