স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৭

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০২:১৭ পিএম

রাজশাহীর মোহনপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার রায়ঘাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম মিঠু (২৪), আত্রায় দক্ষিণপাড়া এলাকার আনসার আলীর ছেলে হোসাইন (২০), লালোউচ পশ্চিমপাড়া এলাকার আয়ুবের ছেলে রানা হোসেন (২৫), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (১৯), টাঙ্গন কামাড়পাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে শফিউল (২৪), হাটরা দক্ষিণপড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ইসলাম নাহিদ (২০) এবং বড়াইল এলাকা আবদুর রহমানের ছেলে হারুন-অর-রশিদ (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী (১৫) দশম শ্রেণিতে পড়ে। গত তিন থেকে চার মাস ধরে মেয়েটিকে অভিযুক্ত হোসাইন বিভিন্নভাবে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। তবে ওই স্কুলছাত্রী প্রস্তাবে রাজি না হয়ে পরিবারকে বিষয়টি জানায়।

সর্বশেষ বৃহস্পতিবার বড়াল উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে ওই ছাত্রীকে ধরে হোসাইন কুপ্রস্তাব দেয়। এছাড়া তার সহযোগীরা অশ্লীল ভাষায় কথা বলে। একপর্যায়ে তারা ওই স্কুলছাত্রীর হাত ধরে টানাটানিও করে।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh