শিরোপার লড়াইয়ে বোলিংয়ে খুলনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৭:৪০ পিএম

বঙ্গবন্ধু বিপিএলের শিরোপার লড়াইয়ে টস জিতে রাজশাহী রয়্যালসকে বোলিংয়ে পাঠিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

শুক্রবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে।

গত ১১ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠেছিলো বঙ্গবন্ধু বিপিএলের। ৩৯ দিনের এই টুর্নামেন্টে ৪৬টি ম্যাচে মুখোমুখি হয় দলগুলো। অংশ নিয়েছে সাতটি দল। অবশ্য এবার নতুন চ্যাম্পিয়ন পাবে বিপিএল।

এবারের আসরে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলো রাজশাহী রয়্যালস। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি প্রতিটি ম্যাচই খেলেছে দাপটের সঙ্গে। ১২ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ পর্বে ওঠে দলটি। অন্যদিকে শক্তির লড়াইয়ে পিছিয়ে নেই খুলনা টাইগার্সও। পুরো টুর্নামেন্টে দাপট দেখানো খুলনাও ১২ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে।

যদিও রান ব্যবধানে এগিয়ে শীর্ষস্থানে ছিলো খুলনা। শেষ চারের লড়াইয়ে বাকি দুই দল ছিলো ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনিটর ম্যাচে চট্টগ্রামের কাছে হেরে বিদায় নেয় ঢাকা। তবে একই দিন কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সরাসরি ফাইনালে ওঠে যায় খুলনা টাইগার্স।

রাজশাহী একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, ইরফান শুক্কুর, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি এবং মোহাম্মদ ইরফান।

খুলনা টাইগার্স একাদশ: নাজমুল হাসান শান্ত, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক), শামসুর রহমান শুভ, রবি ফ্রাইলিংক, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, জাদরান, শফিউল ইসলাম ও তানভীর ইসলাম।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh