খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৯:৫৬ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২০, ০৯:৫৮ এএম

রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছে।

খিলক্ষেত থানাধীন বড়ুয়া এলাকায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। 

র‌্যাব জানায়, আনোয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ১৮টি মাদক ও একটি ধর্ষণ মামলা রয়েছে। 

এছাড়া ঘটনাস্থল থেকে চারটি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একদল মাদকব্যবসায়ী বড়ুয়া এলাকায় অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। 

তিনি আরো বলেন, এতে আনোয়ার নামে একজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh