পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৪৮ এএম

পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বুধবার রাতে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে লাহোরে পৌঁছান তারা। দলের নিরাপদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র।

১৫ জন ক্রিকেটারসহ কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ মিলে ২৩ সদস্যের দল পাকিস্তানে গেছেন। তাদের সঙ্গে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দুই সদস্য ও একাধিক গণমাধ্যমকর্মীও আছেন তাদের সঙ্গে। বিমানে পাকিস্তান সফর সংশ্লিষ্টরা ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না।

লাহোরে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে একবেলা অনুশীলন করে শুক্রবার প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে মাহমুদউল্লাহর দল।

২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। এবারই প্রথম খেলবে সিরিজ।

নিরাপত্তা নিয়ে শঙ্কা, দুই পক্ষের টানাপোড়েন ও কয়েক দফার আলোচনার পর চূড়ান্ত হয় এই পাকিস্তান সফর।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh