ঢাকা-সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ১০:৩৩ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০, ১০:৩৩ এএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় প্রায় ৩০ মিনিট ওই রুটে ট্রেন চলাচল করেনি। পরে ৮টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হননি। ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া ঢোকার সময় ৮টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh