টি-টোয়েন্টিতে তামিমের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৯:২২ পিএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০, ০৯:২৪ পিএম

সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হলেন তামিম ইকবাল।

শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৩৯ রানের ইনিংস খেলার পর দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নাম লেখেন তামিম। 

৭২ ইনিংসে তামিমের রান এখন ১৫৯৫। অন্যদিকে ৭৬ ইনিংসে সাকিবের রান ১৫৬৭।

এ ম্যাচের আগে তামিমের রান ছিলো ১৫৫৬। সাকিবকে টপকে যেতে দরকার ছিলো ১২ রান। তবে তামিমকে বেশি বেগ পেতে হয়নি। বাংলাদেশের ইনিংসে ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের পেসার হারিস রউফকে বাউন্ডারি মেরে সাকিবকে পেছনে ফেলেন তামিম। 

দেশের হয়ে তামিমের সর্বমোট রান এখন ১৫৯৫। কিন্তু আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তামিমের রান ৭৬ ইনিংসে ১৬৫২। কারণ, বাংলাদেশ ছাড়াও বিশ্ব একাদশের হয়ে চার ম্যাচে তামিম করেছিলেন ৫৭ রান।

অন্যদিকে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর। ৮৪ ইনিংসে তিনি করেছেন ১৪৪৯ রান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh