বর্ষসেরা ক্রীড়াবিদ রোমান সানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৯:৪৪ পিএম

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন আর্চার রোমান সানা। ক্রীড়ানুরাগীদের সরাসরি ভোটে ২০১৯ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর এক হোটেল জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘কুল বিএসপিএ পুরস্কার’ তুলে দেওয়া হয়।

বিএসপিএর সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং এআইপিএ এশিয়ার সভাপতি সাত্তাম আলসেহালি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুরস্কার জয়ীরা হলেন
বর্ষসেরা ক্রীড়াবিদ: রোমান সানা (আর্চারি)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড:রোমান সানা (আর্চারি)।
বর্ষসেরা ক্রিকেটার: সাকিব আল হাসান।
এছাড়া বর্ষসেরা ফুটবলার জামাল ভূঁইয়া, বর্ষসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, বর্ষসেরা কারাতেকার হুমায়রা আক্তার অন্তরা, বর্ষসেরা ফেন্সার ফাতেমা মুজিব, উদীয়মান ক্রীড়াবিদ ইতি খাতুন (আর্চারি), বর্ষসেরা তায়কোয়ান্দো খেলোয়াড় দীপু চাকমা, বর্ষসেরা কোচ মার্টিন ফ্রেডরিক, বর্ষসেরা সংগঠক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব রফিক উল্যাহ আখতার মিলন এবং তাজুল ইসলাম, বিশেষ সম্মাননা আব্দুল জলিল এবং বর্ষসেরা পৃষ্ঠপোষক হিসেবে সিটি গ্রুপ পুরস্কার লাভ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh