মাদারীপুরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০২:৩৮ পিএম

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড মাদারীপুরের শিবচর উপশাখার কার্যক্রমের উদ্বোধন।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড মাদারীপুরের শিবচর উপশাখার কার্যক্রমের উদ্বোধন।

সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড মাদারীপুরের শিবচর বাজারের হাসান মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। 

শনিবার (২৫ ডিসেম্বর) শিবচর উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান, এনআরবিসি ব্যাংকের সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ‘আল আমিন’-এর প্রধান কাজী মোহাম্মদ তালহা এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, স্বচ্ছতা, কার্যকর সেবা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক ব্যাকিং সেক্টরে একটি ব্যবসা বান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে। 

তিনি বলেন এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে।

ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই নিত্য-নতুন প্রযুক্তির ব্যবহার অব্যাহত রেখেছে। 

তিনি বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমেই ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএ’র ফি আদায়, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। 

তিনি আরো বলেন, গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এনআরবিসি ব্যাংক নিয়ে এসেছে ‘এনআরবিসি প্লানেট’।

অনুষ্ঠানে ব্যাংকের কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ রুহুল আমিন, সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন, শিবচর উপশাখার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল হালিম, গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh