আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৫:১৮ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০, ০৫:২১ পিএম

আফগানিস্তানে ৮৩ জন আরোহী নিয়ে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নম্বর বিমানটি আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল। দে অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময়ে বিমানটি ভেঙে পড়ে।

ওই অঞ্চলটি তালেবান প্রভাবিত। বিমানটির ভেঙে পড়ার কারণ সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি।

রুশ সম্প্রচার মাধ্যম আরটির প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলার একটি পাহাড়ের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির মালিকানা আরিয়ানা আফগান নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh