ইতিহাসে ২ ফেব্রুয়ারি: কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩২ পিএম | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৩ পিএম

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা 

২০০০- চলচ্চিত্র প্রক্ষেপণ যন্ত্র

ইতিহাসের এই দিনে, ইউরোপে প্রথম চলচ্চিত্র প্রক্ষেপণ যন্ত্রের বিকাশ ঘটে।

জন্ম

হেভলক এলিস- একজন ব্রিটিশ মনোবিজ্ঞানী ও বুদ্ধিজীবী। ১৮৫৯ সালের আজকের দিনে জন্ম নেয়া এই চিকিৎসক সমকামীতার ওপর সর্বপ্রথম মেডিকেল বই বের করা ব্যক্তি।

জেমস জয়েস-  একজন আইরিশ লেখক এবং কবি। ১৮৮২ সালের আজকের দিনে জন্ম নেয়া এই কবি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিবেচিত।

মোহাম্মদ হামিদুর রহমান- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। ১৯৫৩ সালের আজকের দিনে জন্ম নেয়া এই মহান ব্যক্তি মুক্তিযুদ্ধে চরম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত হন।

মৃত্যু 

কামরুল হাসান- একজন প্রখ্যাত বাংলাদেশী চিত্রশিল্পী। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টারটির জন্য ব্যাপক বিখ্যাত এই চিত্রশিল্পী ১৯৮৮ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh