প্রমোদতরিকে বিল গেটসের ‘না’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৫ পিএম

সিনটের কাছ থেকে কোনো হাইড্রোজেনচালিত প্রমোদতরি কিনছেন না মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এমনই তথ্য জানিয়েছেন সিনট কর্তৃপক্ষ।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, প্রমোদতরিটি ২০১৯ সালে ফ্রান্সের মোনাকোতে প্রদর্শন করার পর থেকে, মানুষ ধারণা করছিলো বিল গেটস এটি কিনছেন। 

ওই প্রতিবেদনে বলা হয়, ১১২ মিটার (৩৭০ ফুটের) এ প্রমোদতরি বা ইয়ট হবে বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত। এতে থাকবে সুইমিং পুল, হেলিপ্যাড, স্পা ও জিম। এখন পর্যন্ত কেবল ২ মিটার মডেলের ওই প্রমোদতরি তৈরি করা হয়েছে। এটি ১৫ নট গতিতে চলতে সক্ষম হবে। এটি পরিবেশবান্ধব জ্বালানি হাইড্রোজেনে চলবে।

নকশাকারী প্রতিষ্ঠান সিনট জানিয়েছে, বিল গেটসের সঙ্গে ওই প্রমোদতরি নিয়ে তাদের কোনো কথা হয়নি। তাদের সঙ্গে বিল গেটসের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।

সিনটের একজন মুখপাত্র জানান, ওই ইয়টের নাম অ্যাকোয়া। অ্যাকোয়ার উন্নয়ন কাজ চলছে। মোনাকোতে এটি প্রদর্শনের অর্থ ছিল উন্নত ভবিষ্যৎ নির্মাণের পাশাপাশি গ্রাহক ও শিল্পকে অনুপ্রেরণা দেয়া।

প্রমোদতরি কেনার বিষয়ে এখনো বিল গেটসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh