পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করায় শিক্ষকের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১১ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষা চলাকালীন অনুমোদন ব্যতিত কেন্দ্রে প্রবেশ, মুঠোফোন ব্যবহার ও একটি কক্ষের অনিয়মিত পরীক্ষার্থীদের সহযোগিতার অভিযোগে মো. সিদ্দিক হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দাখিল পরীক্ষা চলাকালে মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুমোদন ব্যতিত প্রবেশ, মুঠোফোন ব্যবহার ও একটি কক্ষের অনিয়মিত পরীক্ষার্থীদের সহযোগিতার অভিযোগে এই শিক্ষককে এ দণ্ডাদেশ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুফর রহমান জানান, দাখিলের  ইংরেজি পরীক্ষা চলাকালে তিনি মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসায় যান এ সময় কেন্দ্র পরিদর্শন কালে ২৩ নম্বর কক্ষের ভিতর থেকে মোবাইলে কথা বলার সময় তাকে হাতেনাতে ধরা হয়। তিনি পরীক্ষার কোন দায়িত্বে না থেকেও পরীক্ষার কক্ষে যাওয়ায় ও মোবাইলে কথা বলার দায়ে পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০/১০ ধারায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেল হাজতে পাঠানো হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh