করোনাভাইরাসে জাপানে প্রথম মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৯ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে জাপানে এক নারীর মৃত্যু হয়েছে।

দেশটির রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের কানাগাওয়া এলাকার ৮০ বছর বয়সী ওই নারীর মৃত্যুর পর তার শরীরে করোনার অস্তিত্ব টের পাওয়া যায় বলে বৃহস্পতিবার জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবিসি বলছে, চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ২৫টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর জাপানে এই ভাইরাসের সংক্রমণে এটিই প্রথম মৃত্যু।

জাপানে ওই নারীর মৃত্যুর দিনে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা যাওয়া নারীর মেয়ের জামাই আরেকজন একজন চিকিৎসক।

সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইয়োসহাইহাইদি সুগা।

তিনি আরও জানান, এই ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ৩৩ জন সংক্রমিত হয়েছেন। এছাড়া ২১৮জনকে বহনকারী একটি প্রমোদতরীকে করোনায় আক্রান্ত সন্দেহে পৃথক করে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh