শুটিংয়ে ক্রেন ভেঙে ৩ সহকারী পরিচালক নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৪ এএম

ছবি: এনডিটিভি।

ছবি: এনডিটিভি।

দক্ষিণ ভারতের চেন্নাইয়ে সিনেমার শুটিং চলাকালীন ক্রেন ভেঙে পড়ে ৩ সহকারী পরিচালক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ওইদিন রাত সাড়ে ৯টার দিকে চেন্নাইয়ের কাছে ইভিপি ফিল্ম সিটিতে ‘ইন্ডিয়ান ২’ সিনেমার পুরো ইউনিট ব্যস্ত ছিলো শুটিংয়ের আলোকসজ্জাসহ অন্যান্য কাজে। হঠাৎ শুটিং সেটে থাকা বিশাল আকৃতির একটি ক্রেন ভেঙে পড়ে। 

এতে ঘটনাস্থলে নিহত হন পরিচালক শঙ্করের ব্যক্তিগত সহযোগী মধু (২৯) ও সহকারী পরিচালক কৃষ্ণ (৩৪)। হাসপাতালে নেওয়ার পর চন্দ্র নামের আরো একজনের মৃত্যু হয়। তারা ক্রেনে আলোকসজ্জার কাজ করছিলেন। একই ঘটনায় ১০ জন আহত হয়েছেন, যাদের অবস্থাও আশঙ্কাজনক।

তবে ক্রেনের পাশে থাকা পরিচালক শঙ্কর অক্ষত আছেন। দুর্ঘটনার সময় অভিনেতা কমল হাসান পাশের কমপ্লেক্সে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি সেটে ছুটি আসেন এবং আহতদের দ্রুত শহরের একটি সরকারি হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।

অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইন্ডিয়ান ২’ সিনেমাটি ১৯৯৬ সালে নির্মিত ইন্ডিয়ান এর সিক্যুয়েল। সিনেমায় কমল হাসানের সঙ্গে আরো অভিনয় করছেন রাকুল প্রীত সিং ও কাজল আগারওয়াল। ২০২১ সালে মুক্তির জন্য সিনেমাটি নির্মিত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh